অবশেষে বাজারে ৩৫০ সিসির বাইক আসছে। তবে দেশীয় ব্র্যান্ডগুলো ২৫০, ৩০০ এবং ৩১০ সিসের বাইক বাজার নিয়ে আসার পরিকল্পনা করছে। আর ৩৫০ সিসির বাইকের উপযোগী মার্কেট আমাদের আছে কিনা সেটা দেখতে বলা হচ্ছে। ৩৫০ সিসি এখন নতুন সীমা যা আগে ছিল ১৬৫ পর্যন্ত।
সীমা বৃদ্ধির কারণে দেশের বাজার আগের থেকে আরও বড় হয়ে গেল। আন্তর্জাতিক নানা ব্র্যান্ডের বাইক দেশীয় বাজারে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। তবে দেশীয় বাইক নিয়ে যারা কাজ করে তাদের মন্তব্য হলো ৩৫০ সিসির বাইক মার্কেটে নিয়ে আসার আগে মার্কেটকে তার জন্য প্রস্তুত করাটা গুরুত্বপূর্ণ।
আপনি জেনে অবাক হবেন যে, কানাডায় ১৫০ সিসির উপরের বাইক চালাতে হলে এক্সট্রা কারিকুলাম এবং পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এরপর আপনাকে লাইসেন্স দেওয়া হবে। আপনি হাইয়ার সিসির বাইক চালাতে হলে উন্নত রাষ্ট্রগুলোতে আলাদা নিয়ম রয়েছে।
আমাদের দেশে সাধারনত হাইয়ার সিসির বাইকের জন্য এ ধরনের কোন নিয়ম প্রস্তুত নেই। যে সকল রাইডাররা গতির রোমাঞ্চ পছন্দ করেন তাদের জন্য ৩৫০ সিসির বাইক উপযুক্ত। রাইডাররা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল ৩৫০ সিসির বাইকের জন্য।
তবে অনেকে দুশ্চিন্তা করছেন যে, স্পিড বৃদ্ধি পেলে সড়ক দুর্ঘটনা বাড়তে পারে। তবে হাইয়ার সিসির বাইকে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। কাজেই গতি বাড়ালেও নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।