জুমবাংলা ডেস্ক: রাজধানীর রাজউক ভবনের চারপাশে মশা নিধনের ওষুধ ছিটিয়ে ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজউকের চেয়ারম্যান ড. সুলতান আহমেদ।
রাজউক চেয়ারম্যান বলেন, রাজউক ভবন ও ভবনের চারপাশে যেন ডেঙ্গু মশা বংশ বিস্তার করতে না পারে সে জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আশা করি এতে রাজউক ভবন পুরোপুরি ডেঙ্গু মুক্ত হবে। তিনি নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে কোথাও পানি তিন দিনের বেশি যাতে জমতে না পারে সেদিকে সবাইকে সতর্ক হওয়ার অনুরোধ জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় রাজউকের ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজউক ভবন, ভবনের আঙিনা ও আশে-পাশের এলাকাতে পানি জমার সম্ভাব্য স্থান ও ময়লা-আবর্জনা পরিষ্কার করার এই কার্যক্রম গ্রহণ করেছে রাজউক।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধি, পরিচ্ছন্নতা কর্মী, রাজউকের সদস্য পর্ষদসহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।