Advertisement
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরায় আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে রুনা আক্তার (২২) নামে এক পোশাকশ্রমিকের প্রাণহানি হয়েছে।
সকাল পৌনে ৮টার দিকে ডেমরার মমিনবাগ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় রুনা আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুনা আক্তারের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায়।
ঢাকা হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।