জুমবাংলা ডেস্ক : রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেটসহ বিভিন্ন ডিজিটাল কনটেন্ট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৪।
গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদীর বাসিন্দা ওসমান ভুইয়া (৩২), নারায়ণগঞ্জের তামিমুর রহমান তামিম (২৬), ব্রাহ্মণবাড়িয়ার রমজান আলী চৌধুরী রিপন (৩৩) ও সোলেমান মিয়া বাবুল (৩২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এরা আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপক্ষে থেকে কথিত ইসলামি শাসন ব্যবস্থা কায়েমের জন্য আন্দোলন করে আসছিলো বলে স্বীকার করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।