Advertisement
রাজধানীর কদমতলীর মুন্সিবাগ এলাকায় নির্মাণাধীন ভবনে ড্রিল মেশিনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. আজিম (৩০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনা শুক্রবার দিবাগত রাতে ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আজিম বরিশালের হিজলা থানার ধূপখোলা গ্রামের মো. ফারুকের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর ডেমরা এলাকায় বসবাস করতেন।
নিহতের সহকর্মী শফিকুল ইসলাম জানান, মুন্সিবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় ড্রিল মেশিনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে আজিম অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।