রাজধানীতে মাদক সংশ্লিষ্টতায় গ্রেফতার ৪০

জুমবাংলা ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৪১৫ পিস ইয়াবা, ৩৪৯ দশমিক ১ গ্রাম হেরোইন ও ৪০ কেজি ৩৫০ গ্রাম ৬০০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা রুজু হয়েছে বলে এতে জানানো হয়।

পাঁচবিবিতে ‘কিশোর গ্যাংয়ের’ ৬ সদস্য গ্রেফতার

Previous Article

আহমেদ রুবেলের মৃত্যুতে শোকস্তব্ধ তারকারা

Next Article

ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার