জুমবাংলা ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ‘হাজির কামলা’ প্রতারক চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১০ তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২টি রুপার চেইন, ২টি হাতঘড়ি, ১০ টি মোবাইল ফোন ও নগদ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০।
গ্রেফতারকৃত হলেন- মো. সবুজ (২৫), রোকশানা বেগম (২১), পপি আক্তার (২০), রুপা আক্তার (২০), জাহানারা বেগম উরফে জানু (৪০), মোতাহার হোসেন মিলন (২৮), মো. মেহেদী হাসান ইমন (২৪), জাহিদ (২৮) ও আবুল হোসেন (৩২) ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা ‘হাজির কামলা’ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন শহরে পুরুষ ও নারীর সমন্বয়ে গঠিত এক একটি দলে বিভক্ত হয়ে সাধারণ নিম্ন ও মধ্যবিত্ত নারীদের সঙ্গে প্রতারণার আশ্রয় নেয়।
আরও জানা যায়, যাকাতের টাকা পাওয়ার ব্যাপারে বিভিন্ন লোভ দেখিয়ে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে নারীদের স্বর্ণালংকার, টাকা-পয়সাসহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।