জুমবাংলা ডেস্ক : ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সরকারের বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছার আগেই রাজধানীর নীলক্ষেতে বিক্রির কারণে গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) নীলক্ষেতের বেশ কিছু লাইব্রেরিতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।
এর আগে গত ১৪ জানুয়ারি ‘শিক্ষার্থীরা পাঠ্যবই না পেলেও বিক্রি হচ্ছে নীলক্ষেতে’ শিরোনামে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। এরপর আজ বুধবার এই অভিযান চালানো হলো।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছিলেন, ‘অসৎ প্রেস মালিকরা এই কাজ করছে, গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবেন।’
https://inews.zoombangla.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%aa-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%af/
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে গোয়েন্দা সংস্থার সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নীলক্ষেতে গিয়ে অভিযান চালায়। এসময় কয়েকটি লাইব্রেরিতে সরকারের বিনামূল্যের পাঠ্যবই পাওয়া যায়। চায়না বুক হাউজ, মিজি বুক হাউজ, বইয়ের দেশ-২ এবং মামুন বুক হাউজসহ কয়েকটি লাইব্রেরি থেকে বিনামূল্যের পাঠ্যবই উদ্ধার করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এখনও অভিযান চলছে। এসব দোকানের মালকিদের এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এখনও অভিযান চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।