জুমবাংলা ডেস্ক : রাজশাহীতে অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের (আরএমপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পবার চাবাড়ীয়া এলাকার ইউসুফ আলীর স্ত্রী নার্গিস নাহার হেলেন (৫৫), নওদাপাড়া মৃত আব্দুল সামাদ তালেবের ছেলে রফিকুল ইসলাম (৩০), অলকার মোড় এলাকার আমিনুর রহমানের ছেলে আতিকুর রহমান বাপ্পী (২৮), নামোভদ্রা (হযের মোড়) এলাকার মৃত শফিকুল আলমের ছেলে হামিম আল ফজলে নুর ওরফে শুভ্র (২৮)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ধরনের একাধিক অপরাধের কথা স্বীকার করেছে। সম্প্রতি আব্দুল হক নামের এক ব্যক্তিকে বাড়ি ডেকে এনে নার্গিস ও তার দুই সহযোগী মারধর করে। এ সময় তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা নিয়ে নেন। পরে ভুক্তভোগীর স্ত্রীকে পুলিশ পরিচয় দিয়ে আরো ৩০ হাজার টাকা বিকাশের মাধ্যমে আদায় করে।
এরপর একটি মোটরসাইকেল যোগে দুইজন লোক কর্ণহার থানার করমজা মোড়ে আব্দুল হককে নামিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে এ ঘটনায় ভুক্তভোগী পবা থানার অপহরণের মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ নারীসহ দু’জনকে আটক করতে সক্ষম হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।