Advertisement
জুমবাংলা ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিজের দোকানে বিদ্যুতের তারে জড়িয়ে জসিম (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। খবর ইউএনবি’র।
উপজেলার মোহাম্মদপুর জৈটাবটতলা মোড়ে রবিবার বিকালে এ ঘটনা ঘটে।
নিহত জসিম জৈটাবটতলা গ্রামের হযরত আলীর ছেলে। তিনি চলতি বছর গোদাগাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন।
স্থানীয়রা জানান, নিজের দোকানে বিদ্যুতের কাজ করছিলেন জসিম। এ সময় মেঝেতে থাকা পানির কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে গোদাগাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।