আগের বিয়েতে ছবি তুলতে পারিনি, ছবি তুলতেই আজ বিয়ে : রাজ

রাজ

বিনোদন ডেস্ক : গত বছরের ১৭ অক্টোবর লুকিয়ে বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজ ও পরীমনির। তারপর এল সন্তান ধারণের খবর। ফের ‘টক অব দ্য কান্ট্রি’ পরীমনি। তারপর পারিবারিকভাবে এই প্রথম আনুষ্ঠানিক আয়োজন। গতকাল শুক্রবার ২২ জানুয়ারি দুই পরিবারের কাছের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে হয় পরী ও রাজের গায়ে হলুদ। বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে আজ শনিবার রাতে।

রাজ

শনিবার ২২ জানুয়ারি বিকালে শরিফুল রাজ বলেন, ‘আগে যখন আমরা বিয়ে করি তখন, দুই পরিবারের অল্প কয়েকজন উপস্থিত ছিলেন। এবার দুই পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে আয়োজন হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিয়ে নিয়ে মানুষের বিভিন্ন পরিকল্পনা থাকে; বলতে গেল সেই পরিকল্পনার বাস্তবায়ন হচ্ছে আজ। আগের বিয়েতে (১৭ অক্টোবর) আমরা আয়োজন করে ছবি তুলতে পারিনি, আজ ছবি তুলতেই বিয়ে করছি; এভাবেও বলা যায় (হাসি)।’

এ বিষয়ে পরীমণি বলেন, ‘সেদিন আমাদের বিয়েটা হয়েছিল গোপনে। আমার আর রাজের পরিবারের সদস্যদের অনেকেই জানতেন না। বলতে গেলে অনেকটা পুতুলের বিয়ের মতো। এবার দুই পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে হচ্ছে আমাদের বিয়ের আয়োজন। শুক্রবার রাতে গায়েহলুদের অনুষ্ঠান করেছি, আজ শনিবার বিয়ে।’