স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে মুস্তাফিজের দল রাজস্থান রয়্যালস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এবারের আইপিএলে কেকেআরের হয়ে খেলা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তেমন একটা ফর্মে নেই। আর তাই দলে নিয়মিত সুযোগও পাচ্ছেন না। তবে ভিন্ন চিত্র ‘কাটার মাস্টার’ মুস্তাফিজের ক্ষেত্রে। রাজস্থানের হয়ে শুধু নিয়মিত খেলছেনই না, অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছেন। আর তাই আজকের ম্যাচে তাকে একাদশে দেখাই স্বাভাবিক।
এদিকে ৮ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে পাঞ্জাব কিংস। অন্যদিকে পাঞ্জাবের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান সংখ্যক জয়ে ঠিক তাদের উপরেই ছয়ে রাজস্থান। আজকের ম্যাচে যে দল জিতবে মুম্বাই ইন্ডিয়ান্সকে টপকে তাদেরই সুযোগ থাকবে পয়েন্ট টেবিলের চারে ওঠার।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের ম্যাচ প্রিভিউতে বলা হয়েছে, পাঞ্জাবের গেইল, রাহুলদের বিপক্ষে আজকের ম্যাচে রাজস্থানের লিয়াম লিভিংস্টোন, এভিন লুইস- এই দুই ব্যাটসম্যান মোটামুটি নিশ্চিত।
এছাড়া দলটির একাদশে তৃতীয় বিদেশি খেলোয়াড় হিসেবে অলরাউন্ডার ক্রিস মরিসের জায়গাও নিশ্চিত। তবে চতুর্থ বিদেশি হিসেবে মুস্তাফিজ ফেভারিট হলেও টি-টোয়েন্টির শীর্ষ র্যাংকিংধারী স্পিন বিশেষজ্ঞ তাবরাইজ শামসিকে কাটার মাস্টারের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হচ্ছে।
চলতি বছরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায়ও মুস্তাফিজ-শামসি একে অপরকে টক্কর দিচ্ছেন। ৪৩ উইকেট নিয়ে দ্বিতীয় কাটার মাস্টার এবং ৪১ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকান স্পিন বিশেষজ্ঞ শামসি। এছাড়া ৪৯ উইকেট নিয়ে শীর্ষ অবস্থানে আছেন আফগান স্পিন জাদুকর রশিদ খান।
সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় পর্বে নামার আগে ভারতে হওয়া ৭ ম্যাচের সবগুলোতেই খেলেছেন ‘দ্য ফিজ’। এবারের আসরে এখন পর্যন্ত ২৮ গড় আর ৮.২৯ ইকোনমিতে মুস্তাফিজ নিয়েছেন ৮ উইকেট। এর আগে আইপিএল অভিষেক মৌসুমে ১৭ উইকেট নিয়ে সেরা উদীয়মান খেলোয়াড় হওয়া মুস্তাফিজের ওপরেও।
রাজস্থানের সম্ভাব্য একাদশ : এভিন লুইস, যশস্বী জয়সওয়াল, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার ও অধিনায়ক), রায়ান পরাগ, শিবাম দুবে, লিয়াম লিভিংস্টোন, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, চেতন সাকারিয়া, কার্তিক তিয়াগি, এবং মুস্তাফিজুর রহমান/তাবরাইজ শামসি
পাঞ্জাবের সম্ভাব্য একাদশ : কে এল রাহুল (উইকেটকিপার ও অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল/এডেন মারকারাম, নিকোলাস পুরান, ডিপক হুডা, শাহরুখ খান, আদিল রশিদ, রবি বিষ্ণুই, আরশদীপ সিং, নাথান এলিস এবং মোহাম্মদ শামি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।