চাঁদপুর প্রতিনিধি: রাত পোহালেই চাঁদপুর পৌরসভা নির্বাচন। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে প্রথমবারের মতো এ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।
মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীসহ মোট তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জিল্লুর রহমান (নৌকা), বিএনপি প্রার্থী মো. আক্তার হোসেন মাঝি (ধানের শীষ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মামুনুর রশিদ বেলাল (হাতপাখা)।
এদিকে দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিতব্য চাঁদপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ।
চাঁদপুর জেলা প্রশাসনরে পক্ষ থকে ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ নির্বাচনে দায়িত্ব পালন করবেন। এছাড়াও বিজিপি, র্যাব, এপিবিএন ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত স্টাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সমন্বয় করবেন।
চাঁদপুর পৌরসভার ভোটার সংখ্যা এক লাখ ১৭ হাজার ৮৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ২৭ জন এবং নারী ভোটার ৫৮ হাজার ৮৫৯ জন। ৬৭ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিনজন মেয়র প্রার্থী, সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ১৪ জন এবং কাউন্সিলর প্রার্থী ৫০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়াদ শেষে ঘোষিত তফসিল অনুযায়ী গত ২৯ মার্চ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু গত ১৩ মার্চ বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. শফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে গত ৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করে। সেই ঘোষণা অনুযায়ী শনিবার (১০ অক্টোবর) নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


