স্পোর্টস ডেস্ক: চতুর্থ ম্যাচে বোলিংয়ে নেমেই সফলতার দেখা পেয়েছে বাংলাদেশ। স্পিনার নাসুমের হাত ধরে প্রথম উইকেটের দেখা পেয়েছে টিম বাংলাদেশ।
রাচিন রবীচন্দ্রকে শুন্য রানে ফিরিয়েছেন তিনি। সাইফউদ্দিনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের সংগ্রহ ২ ওভার শেষে ১ উইকেটে ১০ রান।
এর আগে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।
চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে মরিয়া কিউইরা। তাই এই ম্যাচ জিতে সিরিজ বাঁচানোই লক্ষ্য তাদের।
চতুর্থ ম্যাচে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির তৃতীয় ম্যাচে ১২৯ রান তাড়া করতে নেমে পুরোপুরি ভরাডুবি ঘটে বাংলাদেশের। মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় মাহমুদউল্লাহ বাহিনীর ইনিংস।
যা দেশের মাটিতে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোর বাংলাদেশের। সব মিলিয়েই টিম টাইগার্সের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ছিল এটি। এ বছরের শুরুতেই ১০ ওভারে পরিণত হওয়া অকল্যান্ডের টি-টোয়েন্টিতেও ৭৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ দল: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড দল: রচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার ), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কোল ম্যাকোনকি, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও হামিশ বেনেট।
সাম্প্রতিক সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।