রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৩০ নভেম্বর)। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
লিখিত বক্তব্যে অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংগঠনিক কমিটিসহ ১৬টি উপকমিটি গঠন কাজ করেছে। ইতোমধ্যেই পরিকল্পনা অনুযায়ী সকল কাজ সম্পন্ন হয়েছে।
উপাচার্য বলেন, সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও রাবির আচার্য মো. আব্দুল হামিদ, বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি, সমাবর্তন বক্তা ভারতের পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক রঞ্জন চক্রবর্তী উপস্থিত থাকবেন।
এদিকে এবারের সমাবর্তনে ২০১৫ ও ১৬ শিক্ষাবর্ষে মোট তিন হাজার ৪৩২ জন গ্রাজুয়েট নিবন্ধন করেছেন। এর মধ্যে কলা অনুষদে ৬৬৬ জন, আইন অনুষদে ৮৯ জন, বিজ্ঞান অনুষদে ৩৭৭ জন, বিজনেস স্টাডিজ অনুষদে ৫০৫ জন, সামাজিকবিজ্ঞান অনুষদে ৫৮২ জন, জীব ও ভ’-বিজ্ঞান অনুষদে ৩১০, কৃষি অনুষদে ৮৫ জন, প্রকৌশল অনুষদে ১৩৫ জন, চারুকলা ৪৩ জন এবং ইনস্টিটিউটসমূহ থেকে ৬ জন এবং এমবিবিএস ও বিডিএস ডিগ্রির জন্য যথাক্রমে ৫১১ ও ১২৩ জন নিবন্ধন করেছেন।
এ সময় সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম এ বারীসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।