আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া তাদের প্লেসেটস্ক স্পেসপোর্ট থেকে আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ইয়ার্স উৎক্ষেপণের বিষয়টি যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে।
পেন্টাগনের এক কর্মকর্তা তাস’কে এই কথা জানিয়েছে।
ওই কর্মকর্তা বলেন, ‘রাশিয়া পরমাণু ঝুঁকি কমাতে কেন্দ্রের মাধ্যমে বিষয়টি যুক্তরাষ্ট্রকে অবহিত করে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকব।’
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানায়, একটি প্রশিক্ষণের অংশ হিসেবে সলিড-ফুয়েল চালিত এই আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রটি সমরাস্ত্র সজ্জিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।