‘রাশিয়া ও ভারতের আর মার্কিন ডলারের প্রয়োজন নেই’

আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের মধ্যে লেনদেনে রাশিয়া ও ভারতের মার্কিন ডলারের প্রয়োজন নেই। কেননা দেশ দুটি রুবল ও রুপিতে পারস্পরিক লেনদেনের একটি উপায় বের করতে সক্ষম হয়েছে। একইভাবে রাশিয়ার সঙ্গে রুবল ও ইউয়ানের মাধ্যমে লেনদেনের উপায় বের করেছে চীন। এর মাধ্যমে ব্রিকসভুক্ত দেশগুলি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার একটি জোট) নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার সাথে বাণিজ্য করতে পারবে।

ব্রিকসের প্রেসিডেন্ট পূর্ণিমা আনন্দ বুধবার চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ে সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

পূর্ণিমা আনন্দ বলেন, ‘সংস্থার দুই সদস্য রাষ্ট্র ভারত ও রাশিয়া এখন থেকে পরস্পরের মধ্যকার বাণিজ্যে ডলারের পরিবর্তে নিজেদের মুদ্রা রুপি ও রুবল ব্যবহার করবে। এ বিষয়ে দুই দেশের সরকার সমঝোতায় পৌঁছেছে। এছাড়া (সংস্থার) অপর সদস্য চীনের সঙ্গেও ডলারের পরিবর্তে ইউয়ান ও রুবল ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু হয়েছে।’

ব্রিকস প্রেসিডেন্ট বলেন, গত ৪০ বছরে ভারত ও রাশিয়ার মধ্যে পারস্পরিক বাণিজ্য পাঁচগুণ বেড়েছে। মস্কো ভারতে দ্রুত বর্ধমান তেল সরবরাহ করে এবং বিনিময়ে প্রচুর পরিমাণে কৃষিপণ্য, টেক্সটাইল, ওষুধ এবং অন্যান্য পণ্য পায়।

তিনি আরও উল্লেখ করেছেন, নয়াদিল্লি পশ্চিম ও রাশিয়ার মধ্যে বর্তমান নিষেধাজ্ঞা যুদ্ধে নিজেকে একটি নিরপেক্ষ পক্ষ বলে মনে করে এবং নিষেধাজ্ঞার চাপ সত্ত্বেও, মস্কোর সঙ্গে ‘প্রয়োজন হলে যে কোনো ক্ষেত্রে’ সহযোগিতা অব্যাহত রাখবে।

ফোরামপ্রধান জোর দিয়ে বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হলে স্বাভাবিকভাবেই রাশিয়ার তেল আমদানি বন্ধ করার জন্য ভারতের ওপর চাপ ছিল। কিন্তু এ চাপ প্রত্যাখ্যান করতে হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে। রাশিয়ান পক্ষকে আশ্বস্ত করা হয়েছিল সরবরাহ বন্ধ করা হবে না এবং নিষেধাজ্ঞার ব্যবস্থা কোনভাবেই আমাদের দেশগুলির মধ্যে সম্পর্ককে প্রভাবিত করবে না।’