আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সামরিক বাহিনীর হাতে রয়েছে অ্যাভানগ্রাদ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষমতাধর মিজাইলের সফল পরীক্ষাও চালিয়েছে রাশিয়া। ২০২০ সালের জানুয়ারি মাসে এই মিজাইলের সফল পরীক্ষা চালায় রাশিয়া।
রাশিয়ার নতুন এই পরমাণু অস্ত্র যে কোনো বিদেশি অস্ত্রের চেয়ে উন্নত এবং এসব অস্ত্র বিদেশিদের চেয়ে সম্ভবত কয়েক দশক এগিয়ে থাকবে।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘নতুন অ্যাভানগ্রাদ হাইপারসনিক যান আগামী বছর চালু হবে এবং তাতে থাকবে স্মার্ট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
তিনি আরো বলেন, ‘রাশিয়ার নতুন আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চলার পথে গতি ও উচ্চতা দুটোই পরিবর্তন করতে পারে এবং বোনো বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা একে ক্ষতিগ্রস্ত করতে পারবে না।’
ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় রাশিয়া। বৃহস্পতিবার এই পরীক্ষা চালানো হয়। এবার ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভিডিও প্রকাশ করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, রাশিয়ার সামরিকবাহিনী মহড়ায় অংশ নিয়েছে। এ সময় বিভিন্ন যুদ্ধকৌশল দেখানো হয়। মহড়ার একপর্যায়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় রুশ সেনারা। পুরো মহড়া ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা গভীরভাবে পর্যবেক্ষণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, ক্রিমিয়ার কাছে সামরিক কুচকাওয়াজের সময় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় রাশিয়া। এ সময় উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, পরীক্ষা চালানো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির নাম কিনজাল। গত ডিসেম্বরের শেষের দিকে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন এ ধরনের একটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।