জুমবাংলা ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী বিভ্রান্তিকর ও মিথ্যা স্ট্যাটাস দেয়ার অভিযোগে নরসিংদীতে যুবদল ও ছাত্রশিবিরের চার নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি করেন আইনজীবী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কামাল হোসেন শিকদার।
আদালতের বিচারক অভিযোগ গ্রহণ করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন, নরসিংদী জেলার পলাশ থানার চরনগরদী গ্রামের আব্দুল আজিজের ছেলে যুবদল নেতা শরীফ রানা, ঢাকা জেলার আব্দুর রহমানের ছেলে শিবির নেতা আল আমিন, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার হাতিমারা গ্রামের মরহুম মাওলানা জালাল আহমেদের ছেলে শিবির নেতা মোহাম্মদ মাসুদুল হাসান এবং সিলেট জেলার ওসমানী নগর থানার ছোট ধিরারাই নতুন বাজার গ্রামের মো. ইলিয়াছুর রহমানের ছেলে (শিবির নেতা ও সাংবাদিক) জোবায়ের আহমেদ।
চার আসামির তিনজনই লন্ডন প্রবাসী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



