রাস্তা থেকে গাছ সরাতে নেমে পরলেন মাশরাফি, জায়গা করে দিলেন অ্যাম্বুলেন্সকে
স্পোর্টস ডেস্ক: নড়াইল-যশোর মহাসড়ক প্রশস্ত করতে রাস্তার দুই পাশের গাছ কাটা হচ্ছে। এ সময় একটি গাছ রাস্তার ওপর পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল-যশোর মহাসড়কের চৌগাছা আলম ফিলিং স্টেশনের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
এ সময় নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মোর্ত্তজা লোহাগড়া থেকে নড়াইল ফিরছিলেন। তার গাড়িটিও যানজটে আটকে থাকে ৪৫ মিনিট। এ সময় মাশরাফি গাড়ি থেকে নেমে বলেন, আপনারা দিনে গাছ কাটছেন এতে যানজট হচ্ছে। সবার কষ্ট হচ্ছে। ঠিক সে সময় বিপরীত দিক থেকে অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যায়। লোকজন দেখে অ্যাম্বুলেন্সচালক কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন। মাশরাফি বললেন, সবাই অ্যাম্বুলেন্সটাকে সাইড দেন। তার দেহরক্ষী বায়েজিদ, ব্যক্তিগত সহকারী (পিএস) জামিল আহমেদ, শাকিল, ম্যানেজার বাবু ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নীলসহ তার বহরে থাকা সবাই গাছ সরাতে ব্যস্ত হয়ে পড়েন। মাশরাফি নিজেও গাছ সরিয়ে দিতে সহায়তা করেন। পরে ট্রাফিক পুলিশের ভূমিকায় যানজট নিরসন করা হয়।
মাশরাফি বিন মোর্ত্তজার এমন উদ্যোগে রাস্তার পাশে থাকা লোকজন হাসিমুখে হাত নেড়ে ধন্যবাদ জানান। তিনিও হাত নেড়ে হাসিমুখে উত্তর দেন।
যানজটে আটকে থাকা এক বৃদ্ধ সাংবাদিকদের বলেন, লোকমুখে তার অনেক প্রশংসা শুনেছি। আজ নিজের চোখে দেখলাম। শুধু মাশরাফি বলেই হয়তো মানুষের কষ্ট দেখে নিজে রাস্তায় নেমে গাছ সরালেন। দোয়া করি আমাদের সন্তান, আমাদের নেতাকে আল্লাহ সুস্থভাবে বাঁচিয়ে রাখুন। সে যেন মানুষের সেবা করতে পারেন।
পরিবার নিয়ে ফরিদপুরে যাওয়ার পথে এক যাত্রী বলেন, নেতা যদি হলে সে জেলার উন্নয়ন সময়ের অপেক্ষা মাত্র। আগে টিভিতে দেখেছি, আজ নিজের চোখে দেখলাম। মাশরাফি শুধু মাঠের নেতা নয় জনগণেরও নেতা। স্যালুট বস মাশরাফিকে।
এর আগে মাশরাফি বিন মোর্ত্তজা আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ যোগ দিতে ভোরে নড়াইল পৌঁছান। দুপুরে সদ্যপ্রয়াত লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিনের স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেন।
পাঁচ হাজার টাকা দেনমোহরে জুমার নামাজের পর হলের মসজিদে ঢাবি শিক্ষার্থীর বিয়ে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।