স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের সেরা গোল বেছে নেয়ার জন্য ভোটাভুটির আয়োজন করেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা সেই ভোটাভুটি থেকে সেরা গোল বেছে নিয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) ওই ভোটের ফলাফল প্রকাশ করে ফিফা। ফিফা বলছে, বিশ্বকাপের গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে করা ব্রাজিলের তারকা রিচার্লিসনের ‘বাইসাইকেল কিক’ গোলই টুর্নামেন্টের সেরা।
এক টুইট বার্তায় ফিফা জানিয়েছে, ১০ ফুটবলারের গোল থেকে সেরা হিসেবে রিচার্লিসনের গোলকেই বেছে নিয়েছেন সমর্থকরা। ওই ১০ জনের মধ্যে পোল্যান্ডের বিপক্ষে কিলিয়ান এমবাপে্পর গোল, ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমারের ড্রিবল ও মেক্সিকোর বিপক্ষের এনজো ফার্নান্দেজের গোলও ছিল।
সার্বিয়ার বিপক্ষে ওই ম্যাচে ২-০ গোলে জয় পায় ব্রাজিল। দুটি গোলই করেন রিচার্লিসন। ভিনিসিয়াস জুনিয়রের একটি লুপিং ক্রস থেকে অসাধারণ গোলটি করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডার।
কাতার ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বে সেরা হয়ে শেষ ১৬ নিশ্চিত করে ব্রাজিল। এরপর দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টাল ফাইনাল নিশ্চিত করে সেলেসাওরা। কিন্তু কোয়ার্টার ফাইনালের ক্রোয়েশিয়ার টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় ব্রাজিলকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।