জুমবাংলা ডেস্ক: অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঠিকাদার জি কে শামীম ও বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
দুই আসামির করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে হাজির করা হলে আবেদন নামঞ্জুর করে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ তাদের কারাগারে পাঠান।
এর আগে গত ২৭ অক্টোবর সাত দিনের রিমান্ডে পাঠান একই আদালতের বিচারক। সেই আদেশের ভিত্তিতে দুদকের একটি টিম শামীমকে পঞ্চম ও খালেদকে চতুর্থ দিনের মতো জিজ্ঞাসাবাদ করে। এরপর তাদের আদালতে পাঠানো হয়।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২১ অক্টোবর জি কে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করে দুদক। খালেদের বিরুদ্ধে পাঁচ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলাটি করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।
অন্যদিকে জি কে শামীমের বিরুদ্ধে অবৈধভাবে ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার সম্পদ অর্জনের মামলা করেন দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন।
ক্যাসিনোবিরোধী চলমান শুদ্ধি অভিযানে গত ১৮ সেপ্টেম্বর আটক করা হয় খালেদ মাহমুদ ভূঁইয়াকে। এরপর ২০ সেপ্টেম্বর নিকেতনের নিজ কার্যালয় জি কে বিল্ডার্স ভবন থেকে জি কে শামীমকে আটক করে র্যাব। তখন শামীমের সঙ্গে তার সাত দেহরক্ষীকেও আটক করা হয়। শামীমের বিরুদ্ধেও মাদক, মুদ্রা পাচার ও অস্ত্র আইনে তিনটি মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।