টি টোয়েন্টি বিশ্বকাপ পারফরম্যান্স ও একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেও আত্মতৃপ্তিতে ভুগছেন না রিশাদ হোসেন। আপাতত ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানালেন এ লেগ স্পিনার। সাকিব আল হাসানের অবসরে হতাশ।
টি টোয়েন্টি বিশ্বকাপ লাইমলাইটে এনেছে রিশাদ হোসেনকে। অচেনা এক লেগ স্পিনারকে চিনতে শুরু করেছে বিশ্ব। ডাক পেয়েছেন গ্লোবাল টি টোয়েন্টি, বিগ ব্যাশ আর জিম আফ্রো টি টেন থেকে। তবে তারকাখ্যাতি নিয়ে কোনো ভাবনা নেই রিশাদের। আপাতত শুধু ভারত সিরিজের চিন্তা।
বাংলাদেশ ক্রিকেটার রিশাদ হোসেন বলেন, যেটা পেছনে ফেলে এসেছি এখন সেটা নিয়ে ভাবলে তো হবে না। এখন প্রতিদিন আমি কি করছি সেটা দেখতে হবে। আমি চেষ্টা করছি প্রতিদিন কিভাবে আরও ভালো করা যায়। ভালোর তো কোনো শেষ নেই।
ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ভালো খেললে আইপিএল খেলার দুয়ারও খুলে যেতে পারে। ব্যক্তিগতভাবে চিন্তা না করে দলের জন্য অবদান রাখতে চান রিশাদ। সিরিজ জয়ের স্বপ্নও দেখেন তিনি।
বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার আরও বলেন, আপাতত আইপিএল নিয়ে চিন্তা করছি না। দেশের হয়ে যেটা খেলছি সেটাতেই ফোকাস করার জন্য। ভারত সবসময়ই ভালো দল, টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও এক নাম্বার ভারত। তাই ওদের সঙ্গে খেলাটা অবশ্যই চ্যালেঞ্জিং। আশা করি ওদের সঙ্গে সিরিজ জিতে আসব। আমাদের প্রস্তুতিটাও সেরকম হচ্ছে। আমরা মনে করছি না যে তাদের সঙ্গে পারব না। ইনশাআল্লাহ দল জিতে আসবে।
দীর্ঘদিন স্পিন অ্যাটাকের নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। তার অবসরের সিদ্ধান্ত অবাক করেছে রিশাদকে। অন্যদের সঙ্গে নিয়ে সাকিবের অভাবপূরণের চেষ্টা করতে চান।
রিশাদ হোসেন আরও বলেন, সাকিব ভাই হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটা আমার জন্য ডিসাপয়েন্টেড ব্যাপার। ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে তার অভাবটা পূরণ করার চেষ্টা করব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।