বিনোদন ডেস্ক : টালিগঞ্জে প্রসেনজিৎ, দেব, জিৎদের নিয়ে যত মাতামাতি হয় ততটা হয়না তাঁদের নায়িকাদের নিয়ে। এমনটাই অভিযোগ নিন্দুকদের। তবে তাদের নিয়ে আগ্রহ নেই এমনটা কেউ বলতে পারবেন না। নিজেদের জনপ্রিয়তায় কেউ এঁরা কারও থেকে কম যান না। শুভশ্রী থেকে মিমি, কোয়েল থেকে পাওলি এরা সকলেই বাংলার ঘরে ঘরে জনপ্রিয়। অভিনয়ে শিরোনামে পৌঁছলেও পড়াশোনায় এরা কেমন ছিলেন তা জানেন কি। একনজরে জেনে নেওয়া যাক বাংলার সেরা অভিনেত্রীদের পড়াশোনার গণ্ডী কতদূর।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়
শুভশ্রী গঙ্গোপাধ্যায় লখনউয়ের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে তথ্য প্রযুক্তিতে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন।
মিমি চক্রবর্তী
শিলিগুড়ির মেয়ে মিমি কলকাতায় এসে টলিউড ইন্ডাস্ট্রি মাতিয়ে দিয়েছেন। একেরপর এক ছবি, সঙ্গে পরিচালকের সঙ্গে প্রেম নিয়ে বিতর্ক, সবমিলিয়ে সবসময়ে সংবাদ শিরোনামে রয়েছেন। মিমি আশুতোষ কলেজ থেকে ইংরেজিতে গ্র্যাজুয়েশন পাশ করেছেন।
কোয়েল মল্লিক
একসময়ে জিৎ, দেবদের সঙ্গে টালিগঞ্জ সিনে জগত মাতিয়েছেন। এখন বিয়ে করে সংসারি হয়ে কিছুটা পিছনের সারিতে চলে গিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা অভিনেত্রী কোয়েল। গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক হয়েছেন কোয়েল।
পাওলি দাম
টলিউড ছাড়িয়ে বলিউডে নিজের পরিচিতি তৈরির চেষ্টায় রয়েছেন পাওলি দাম। বাংলা সমান্তরাল সিনেমায় তাঁর বলিষ্ঠ অভিনয় সকলের মন কেড়েছে। বানিজ্যিক ছবিতেও একইরকম সফল তিনি। পাওলি পড়াশোনাতেও অসাধারণ ছিলেন। রসায়নে স্নাতক পাশ করে গবেষণা করতে পারতেন। তবে সব ছেড়ে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন।
পায়েল সরকার
রাজ চক্রবর্তী প্রাক্তন বান্ধবী পায়েল সরকারকে বর্তমানে সেভাবে সিনেমায় দেখা না গেলেও তিনি বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় মুখ দেখিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে পাশ করেছেন পায়েল।
রুক্মিণী মিত্র
দেবের গার্লফ্রেন্ড হিসাবে পরিচিত হলেও ধীরে ধীরে টালিগঞ্জে নিজের অবস্থান স্পষ্ট করছেন রুক্মিণী। ফ্যাশনিস্তা রুক্মিণী মডেলিং থেকে অভিনয়ে এসেছেন। সাবলীল ইংকেজি বলা রুক্মিণী লরেটো কলেজ থেকে স্নাতক স্তরে পাশ করে এমবিএ-ও পাশ করেছেন।
ঋতুপর্ণা সেনগুপ্ত
টলিউডে দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন ঋতুপর্ণা। অভিনয় করেছেন বলিউডেও। লেডি ব্রেবোর্ন কলেজ থেকে স্নাতক পাশ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর বিষয় ছিল ইতিহাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।