জুমবাংলা ডেস্ক: বান্দরবানের রুমা ও থানচিতে পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) সকালে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে । দীর্ঘ চার মাস পর এ ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা এলো।
তবে রোয়াংছড়ি উপজেলায় এই নিষেধাজ্ঞা এখনো বলবৎ রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পর্যটকদের দুর্গম এলাকায় যাওয়ার আগে উপজেলা প্রশাসনের কাছ থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ করে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।
শুক্রবার থেকে ওই দুই উপজেলায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে রোয়াংছড়ি ছাড়া বান্দরবানের সব উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে আর কোনও বাধা থাকলো না।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর রাত থেকে পাহাড়ের কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর আস্তানায় জঙ্গিবিরোধী যৌথবাহিনীর অভিযানের কারণে এই ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিন্ধান্তকে পর্যটন ব্যবসায়ীরা ব্যবসার জন্য ইতিবাচক বলে মনে করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।