স্পোর্টস ডেস্ক : সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ২০৫ রান।
ঝড় শুরু করা রুশো-ডি কক ১৬৮ রানের দুর্দান্ত জুটি গড়েন। এর মধ্যে বাঁ-হাতি ওপেনার ডি কক ৩৮ বলে সাতটি চার ও তিন ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলে আফিফ হোসেনের বলে ফিরে যান। তবে রুশো অন্য প্রান্তে ছিলেন বিধ্বংসী। তিনি ১৯তম ওভারে ফিরে যাওয়ার আগে ৫৬ বলে ১০৯ রান করেন। তার ব্যাট থেকে আটটি ছক্কা ও সাতটি চারের মার দেখা যায়।
বল হাতে বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর কিছুটা ভালো করেছেন। তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। ডাচদের বিপক্ষে হিরো হয়ে ওঠা তাসকিন এই ম্যাচে ৩ ওভারে ৪৬ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। সাকিব ৩ ওভারে ৩৩ হজম করে নিয়েছেন ২ উইকেট।
ইয়াসির রাব্বির জায়গায় দলে আসা মেহেদি মিরাজ বল হাতে ভালো করতে পারেননি। তিনি ৩ ওভারে ৩২ রান খরচা করেন। নতুন বল হাতে নিয়ে উইকেট নিতে বা রান আটকাতে ব্যর্থ হন তিনি। পেসার হাসান মাহমুদ ৪ ওভারে ৩৬ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। বাংলাদেশ চারটি নো বল দিয়েছে। যা থেকে প্রোটিয়ারা তুলে নিয়েছে ২১ রান। পাঁচ রান জরিমানা খেয়েছে। দক্ষিণ আফ্রিকা ওই জায়গায় এগিয়ে গেছে।
বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুসো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনর্খি নর্কিয়ে, তাবরাইজ শামসি।
বর্তমানে ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ-২ এর শীর্ষে বাংলাদেশ। এক পয়েন্ট পেয়েছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় বাংলাদেশের জন্য দারুণ ব্যাপার হতে পারে। সেমিফাইনালের সম্ভাবনা বাড়তে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।