রেকর্ড ৫০০ বিমান একসঙ্গে কিনতে যাচ্ছে এয়ার ইন্ডিয়া
আন্তর্জাতিক ডেস্ক : সেবার মান বাড়ানো ও আধুনিক প্রযুক্তিতে গুরুত্ব দিতে এবার একসঙ্গে রেকর্ডসংখ্যক উড়োজাহাজ কিনছে টাটা গ্রুপের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। বিশ্বের দুই শীর্ষ বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও এয়ারবাসের সঙ্গে প্রায় ৫০০ বিমান ক্রয়ের প্রাথমিক চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। বিমান কম্পানিগুলো যে দাম আনুষ্ঠানিকভাবে উল্লেখ করে, সেটি বিবেচনায় নিলে এসব উড়োজাহাজের মোট মূল্য ১০ হাজার কোটি ডলারের বেশি হতে পারে। এর আগে কোনো একক কম্পানি এত বেশি উড়োজাহাজ একসঙ্গে কেনেনি।
বিমানশিল্পের সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে যে ভারতীয় এই বিমান কম্পানি নতুন মালিকের অধীন নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে এবং সে লক্ষ্যেই এত বেশিসংখ্যক বিমান একসঙ্গে কেনার চুক্তি করা হয়েছে। রয়টার্স গত ডিসেম্বরে সম্ভাব্য এই চুক্তি সম্পর্কে প্রথম জানিয়েছিল। সূত্রগুলো বলছে, আগামী সপ্তাহের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।
এয়ারবাস ও এয়ার ইন্ডিয়া গত শুক্রবারে চুক্তি সই করেছে। অন্যদিকে বোয়িংয়ের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে ২৭ জানুয়ারি। এয়ার ইন্ডিয়ার জন্য তারিখটি গুরুত্বপূর্ণ, কারণ এদিনই টাটা সাবেক এই রাষ্ট্রীয় বিমান সংস্থার মালিকানা ফেরত পায়।
এয়ারবাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে রয়টার্স এয়ার ইন্ডিয়ার কাছে ই-মেইল পাঠালে তাদের পক্ষ থেকেও দ্রুত কোনো মন্তব্য আসেনি। গত ২৭ জানুয়ারি কর্মীদের কাছে লেখা এক নোটে বিমান সংস্থাটি জানিয়েছিল যে তারা ‘নতুন উড়োজাহাজ কেনার ঐতিহাসিক চুক্তি চূড়ান্ত’ করছে।
আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে এমএক্স প্লেয়ারের এই ওয়েব সিরিজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।