আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ের সাং ইয়েন হাং (৪৪) নামে এক নারী মাউন্ট এভারেস্টে আরোহনে নতুন রেকর্ড করেছেন। এ পর্যন্ত এভারেস্টে ওঠা নারী পর্বতারোহীদের মধ্যে স্বল্পতম সময়ে ওই পর্বতের শীর্ষে ওঠার রেকর্ডটি এখন তার। খবর এএফপি’র।
বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার (২৯ হাজার ৩১ ফুট)। সাং ইয়েন হাং মাত্র ২৫ ঘণ্টা ৫০ মিনিটে এই পর্বতের শীর্ষে পৌঁছাতে সক্ষম হয়েছেন বলে ফ্রান্সের বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন নেপাল সরকারের এভারেস্ট বেস ক্যাম্প বিভাগের কর্মকর্তা জ্ঞানেন্দ্র শ্রেষ্ঠ।
গত সপ্তাহে ঘটেছে এই ঘটনা। ফ্রান্সের বার্তাসংস্থা এএফপিকে জ্ঞানেন্দ্র বলেন, ‘আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী, ওই নারী গত শনিবার দুপুর ১ টা ২০ মিনিটে পর্বতারোহন শুরু করেন এবং পরের দিন ৩ টা ১০ মিনিটে এর শীর্ষদেশে পৌঁছান। পরে আমরা যাচাই করে জেনেছি, ঘটনাটি সত্য।’
এর আগে নারী পর্বতারোহী হিসেবে দ্রুততম সময়ে এভারেস্টের ওঠার রেকর্ড ছিল নেপালের ফুঞ্জো ঝাংমু লামার। ৩৯ ঘণ্টা ৬ মিনিটে বিশ্বের সর্বোচ্চ পর্বতের শীর্ষে উঠেছিলেন তিনি। বর্তমানে এই রেকর্ডটি এখন সাংয়ের।
তবে এর আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য সাং ইয়েন হাংকে এখন গিনেস ওয়াল্ড রেকর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং এ বিষয়ক আবেদন করতে হবে বলে এএফপিকে জানিয়েছেন জ্ঞানেন্দ্র। কারণ, নেপাল সরকার আরোহীদের পর্বতারোহন বিষয়ক সনদ দিলেও রেকর্ড বিষয়ক সনদ প্রদান করে না।
৪৪ বছর বয়সী সাং ইয়েন হাং, যিনি তার বন্ধু-বান্ধব ও পরিচিত বলয়ের মধ্যে আডা নামেও পরিচিত, এক সময় স্কুল শিক্ষক ছিলেন। তবে তার পর্বতারোহনের দিকে অদম্য ঝোঁক থাকায় একসময় শিক্ষকতা ছেড়ে দিয়ে এই ক্ষেত্রেই মনোযোগ দেওয়া শুরু করেন তিনি।
২০১৭ সালে প্রথমবারের মতোম মাউন্ট এভারেস্টের শীর্ষে ওঠেন তিনি। এরপর আরো একবার তিনি জয় করেন বিশ্বের সর্বোচ্চ এই পর্বত। চলতি বছরের পর্বতারোহন ছিল তার তৃতীয় দফা অভিযান।
বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে গত বছর কোনো পর্বতারোহীকে এভারেস্টে ওঠার অনুমতি দেয়নি নেপালের সরকার। কিন্তু দক্ষিণ এশিয়ার পর্যটন নির্ভর এই দেশটিতে আর্থিক সংকট তীব্র হতে থাকায় চলতি বছর শর্তসাপেক্ষে ৪০৮ জন পর্বতারোহীকে এভারেস্টে আরোহনের অনুমতি দেওয়া হয়েছে।
নেপালে এভারেস্টে আরোহনের মৌসুম ধরা হয় এপ্রিল থেকে জুন- এই তিন মাসকে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৫০ জন পর্বতারোহী এভারেস্টের শীর্ষে উঠতে সক্ষম হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।