Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর টঙ্গীর বউবাজার এলাকায় চলন্ত ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বউবাজার এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি বউবাজার এলাকার বাজারের উপর দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি তাড়াহুড়ো করে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। সে সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন।
এলাকাবাসী জানিয়েছে, দুর্ঘটনাকবলিত স্থানে প্রায়ই এমন ঘটনা ঘটে থাকে। স্থানীয় প্রশাসন সেভাবে কোনো গুরুত্ব না দেওয়ায় ওই এলাকায় কোনো রেলগেট তৈরি হয়নি। ফলে প্রতি বছরই বউবাজারের এই এলাকাটিতে ট্রেনে কাটা পড়ে অনেক মানুষ মারা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।