জুমবাংলা ডেস্ক : বরিশালে একটি ক্লিনিকে চিকিৎসা নিতে যাওয়া রোগীর স্বজনকে ফোনে বিরক্ত এবং একান্তে কথা বলার প্রস্তাব দেয়ার অভিযোগে রেজাউল করিম নামে এক পল্লী চিকিৎসককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) উজিরপুর উপজেলায় সাতলা ইউনিয়নের আলাদী গ্রামে এই ঘটনা ঘটে।
উজিরপুর থানার ওসি মো. জিয়াউল হক জানান, রোগীর এক স্বজনের অভিযোগের ভিত্তিতে পল্লী চিকিৎসক রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও জানান, গত ১৬ আগস্ট আলাদী গ্রামে ‘মায়ের দোয়া’ নামে একটি ক্লিনিকে ভর্তি হন মায়া বেগম নামে এক রোগী। তাকে সেবা করতে যান তার বোন বিউটি বেগম। পল্লী চিকিৎসক রেজাউল করিম বিউটিকে ফোনে একান্তে তার কক্ষে কথা শুনতে বলে এবং গভীর রাতে ফোন করে বিরক্ত করে। তার প্রস্তাবে রাজী না হলে হুমকি দেন রেজাউল করিম। পরে আবদুল্লাহ নামে বিউটির এক আত্মীয় উজিরপুর থানায় অভিযোগ করেন। এর প্রেক্ষিতে পুলিশ বুধবার রাতে রেজাউলকে তার ক্লিনিক থেকে আটক করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।