জুমবাংলা ডেস্ক: আকাশে রমজানের চাঁদ দেখা গেছে। মুসলিম উম্মাহর কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আবার শুভাগমন করলো পবিত্র মাহে রমজান। শুক্রবার (২৪ মার্চ) থেকে রমজান মাস গণনা শুরু হচ্ছে। রোজার প্রথম তিনদিনই ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
শুক্রবার, শনিবার সাধারণ ছুটি এবং রবিবার ২৬ মার্চ সরকারি ছুটি থাকায় টানা তিনদিনের ছুটি পাচ্ছেন তারা।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বাদ এশা দেশের মসজিদে মসজিদে তারাবির নামাজ শুরু হবে এবং দিবাগত ভোর রাতে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। কাল হবে প্রথম রোজা। এই হিসাবে আগামী ১৮ এপ্রিল (২৬ রমজান) মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।