স্পোর্টস ডেস্ক: মাঠ ও মাঠের বাইরে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বিতা যেন কখনো থামার নয়। কাতারে সেরার বিতর্ক শেষ হতে না হতেই পর্তুগিজ তারকার আরও একটি রেকর্ড ভেঙে দিলেন আর্জেন্টাইন তারকা।
ইনস্টাগ্রামে ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে সবচেয়ে বেশি ‘লাইক’ পাওয়া পোস্টটি এতদিন রোনালদোর দখলে ছিল। তার সে রেকর্ড এবার ছিনিয়ে নিয়েছেন মেসি।
কাতার বিশ্বকাপ শুরুর ঠিক আগে গত ১৯ নভেম্বর মেসির সঙ্গে দাবা খেলার একটি ছবি পোস্ট করেছিলেন রোনালদো। পর্তুগাল তারকার সেই পোস্টে লাইক পড়েছিল প্রায় ৪ কোটি ২০ লাখ।
এদিকে এক মাস পর গত রোববার বিশ্বকাপ জয়ের পর মেসি বেশ কয়েকটি ছবি দেন ইনস্টাগ্রামে। এর মধ্যে ট্রফি হাতে তার একটি পোস্টে লাইক, কমেন্ট আর ভালোবাসার ইমোজিতে ভরিয়ে দেন বিশ্বজোড়া তার ভক্তরা। রোনালদোর রেকর্ড ভেঙে মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল পর্যন্ত মেসির পোস্টে ‘লাইক’ দিয়েছেন পাঁচ কোটি ৭০ লাখের বেশি মানুষ।
শুধু রোনালদোর রেকর্ডই ভাঙেননি মেসি। ইনস্টাগ্রামে সর্বোচ্চ লাইক পাওয়া ক্রিস গডফ্রের ‘ডিমের’ পোস্টকেও ছাড়িয়ে গেছেন তিনি। তাতে এখন পর্যন্ত ইনস্টাগ্রামে সর্বোচ্চ লাইক পাওয়া পোস্টটি দখলে নিলেন মেসি।
বিশ্বকাপ জড়িয়ে মেসির শান্তির ঘুম; সকালে ঘুমও ভাঙলো বিশ্বকাপ নিয়েই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।