সৌদি প্রো লিগ সাবেক দুই রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকেক মুখোমুখি দাঁড় করাল গতকাল (শুক্রবার) রাতে। যেখানে ব্যক্তিগতভাবে দুজনেই গোল পেয়েছেন। তবে শেষ হাসি হেসেছে বেনজেমার আল-ইত্তিহাদ। রোনালদোর আল-নাসরকে ২-১ গোলে হারিয়ে তারা লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল।
জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে বল দখলে এগিয়ে থাকলেও, অতিরিক্ত সময়ের গোলে হার মানতে হয়েছে রোনালদোদের। ম্যাচে সাবেক দুই সতীর্থের কাগুজে দ্বৈরথের মাঝেও কিছু উষ্ণ দৃশ্যের দেখা মিলেছে। আল-নাসরের এক ফুটবলারের সঙ্গে তর্কে জড়ালে বেনজেমাকে শান্ত করার চেষ্টা করেন পর্তুগিজ সুপারস্টার।
সৌদি প্রো লিগের শিরোপা জয়ের স্বপ্ন পূরণে আগেই দূরে অবস্থান করছিল আল-নাসর। সেই ব্যবধান কিছুটা ঘুচিয়ে নেওয়ার সুযোগ আসলেও, ম্যাচ হেরে সেই ব্যবধান আরও বেড়েছে। ম্যাচটিতে টেবিল টপার আল-ইত্তিহাদের সঙ্গে তাদের লড়াইটা ছিল শুরুতে অনেকটা নির্জীব। পরে স্বাগতিক বেনজেমারা তাতে গতি বাড়ান। ২০ মিনিটে তিনি দুটি সুযোগ পেয়েছিলেন, প্রথমবার আল-নাসরের ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তো ম্যাথিউসের কাছে ব্যর্থ, পরের বার বেনজেমার গোল কাটা পড়ে অফসাইডে।
অন্যদিকে, রোনালদো যখন নিজের ছন্দ খুঁজতে মরিয়া, সেই সময় আক্রমণভাবে বেশ দারুণ ছিল সাদিও মানের পারফরম্যান্স। যদিও গোল পাওয়া হচ্ছিল না। সেনেগালিজ তারকাই একটি দারুণ সুযোগ হাতছাড়া করেছেন। ফলে প্রথমার্ধে কোনো দলই স্কোরশিটে নাম তুলতে পারেনি। ম্যাচের প্রথম গোলটি আসে ৫৫তম মিনিটে। ইত্তিহাদকে লিড এনে দেন বেনজেমা।
তবে স্বাগতিকদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ মিনিট দুয়েক পরই সমতায় ফেরে আল-নাসর। সতীর্থের বাড়ানো বল ধরে ডি বক্সে এক স্পর্শেই জালে জড়ান রোনালদো। যা পেশাদার ক্যারিয়ারে পর্তুগিজ ফরোয়ার্ডের ৯১৬তম গোল। চলতি বছরেই ক্লাবের হয়ে তিনি ৫০ গোলে অবদান (গোল ও অ্যাসিস্ট) রেখেছেন।
ম্যাচ ড্র দিয়ে শেষ হতে হতেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছেড়েছে সফরকারী আল-নাসর। যোগ করা সময়ের প্রথম মিনিটে আল-ইত্তিহাদের জয় নিশ্চিত করা গোল করেন স্টিভেন বার্জউইন। ২-১ গোলের জয় নিয়ে স্বাগতিকরা মাঠ ছাড়ে। এই জয়ে শীর্ষে থাকা ইত্তিহাদের পয়েন্ট ৩৬। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে আল-হিলাল। ২৫ পয়েন্ট নিয়ে আল-নাসর চারে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।