স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি স্বেচ্ছায় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ায় তাকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
কোহলির মতো একজন বিশ্ব তারকাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে ঘরে-বাইরে সমালোচনা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি কোহলিকে টি-টোয়েন্টি নেতৃত্ব ছেড়ে দিতে বারণ করা হয়েছিল। বোর্ড চায়নি সাদা বলে দুইজন অধিনায়ক রাখতে। তাই টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়।
কোহলির দাবি বোর্ড তাকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়তে বারণ করেনি। এমনকি ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার মাত্র দেড় ঘণ্টা আগে তাকে জানানো হয়।
এ অধিনায়কত্ব নিয়েই বোর্ডের সঙ্গে সংঘাত চলছে কোহলির। সেই সংঘাতে চলে আসছে রোহিত শর্মার নাম। যদিও তিনি এ সংঘাতের অংশ নন। তিনি চাইলেও ওয়ানডে দলের নেতৃত্ব নিতে পারেন না। যদি বোর্ড তাকে এ দায়িত্ব না দেয়।
ক্ষমতার পালাবদলের পর বুধবার সংবাদ সম্মেলনে বিরাট কোহলি বলেন, আমার এবং রোহিত শর্মার মধ্যে কোনো ঝামেলা নেই। দুই বছর ধরে ব্যাপারটা পরিষ্কারভাবে বলে আসছি। ক্লান্ত হয়ে গেলাম উত্তরটা দিতে দিতে! আরেকটা কথা বলে দিতে চাই, আমার কোনো কাজ বা কোনো সিদ্ধান্ত কখনো দলের ক্ষতি করার চিন্তা থেকে হবে না।
ক্রিকেট ইতিহাসে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ৭০টি সেঞ্চুরি করা কোহলি আরও বলেন, আমার দায়িত্ব দলকে সঠিক দিকে চালিয়ে নেওয়া। রোহিত খুবই দক্ষ একজন অধিনায়ক, কৌশলগত দিক থেকেও অনেক নিখুঁত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।