জুমবাংলা ডেস্ক: লক্ষ্মীপুর জেলায় আজ আনোয়ার হোসেন হত্যা মামলায় ইউপি সদস্য মো. ইসমাইলসহ সাত ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
এছাড়াও রায়ে দন্ডিতদের প্রত্যেককে ১০হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন।
লক্ষ্মীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হত্যার ঘটনায় জড়িত থাকায় সাতজনকে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। এরমধ্যে দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি ৫ আসামি পলাতক রয়েছে। এছাড়া মামলার আরও ১১আসামিকে খালাস দিয়েছে আদালত।
দন্ডপ্রাপ্তরা হচ্ছে- আবুল কাশেম, দত্তপাড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মো. ইসমাইল ও তার বাবা সাবেক ইউপি সদস্য আবদুল আজিজ, ভাই মো. সবুজ, বিল্লাল হোসেন বিপ্লব, ইব্রাহিম হোসেন, মো. মানিক। এর মধ্যে কাশেম ও ইসমাইল আদালতে উপস্থিত ছিল।
মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, আনোয়ার দত্তপাড়া এলাকার সন্ত্রাসী বাহিনী প্রধান প্রয়াত নূর হোসেন শামিমের ভাই। ২০১১ সালের ৪ জুন রাতে আনোয়ার দত্তপাড়া বাজারে যাওয়ার পর আসামিরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরদিন তার ভাই আশেক-ই এলাহি বাবুল বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
২০১৫ সালের ১০জানুয়ারি মামলাটি সিআইডি তদন্ত করে ১৮জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানি ও ১৪জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সাতজনের যাবজ্জীবন কারাদন্ডের রায় প্রদান করে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।