স্পোর্টস ডেস্ক : হঠাৎ করেই লিওনেল মেসির খেলায় ঘটেছে দারুণ ছন্দপতন । যেন বয়সের ভারে দিন দিন নুয়ে পড়ছেন বার্সেলোনার অধিনায়ক । মাঠের খেলায় এখন আর তাকে আগের মত বিধ্বংসী ভূমিকায় পাচ্ছে না ভক্তরা । ছোট দলের বিপক্ষে আর নিজেদের ঘরের মাঠে যেমন-তেমন , কিন্তু প্রতিপক্ষের মাঠে এলেই কেন যেন কুঁকড়ে যাচ্ছেন মেসি । এই নিয়ে কম সমালোচনাও সইতে হচ্ছে না আর্জেন্টিনার মহাতারকাকে ।
শবিবার (৭ মার্চ) নিজেদের মাঠে ন্যু ক্যাম্পে রিয়েল সোসিদাদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা । যদিও ম্যাচের একেবারে শেষদিকে চরম বিতর্কিত এক পেনাল্টি দিয়ে রেফারিই আসলে উদ্ধার করেছেন বার্সেলোনাকে । সেই পেনাল্টিড় সুযোগে নিজের গোল বাড়িয়ে নিয়েছেন মেসি ।
এই মুহূর্তে ১৯ গোল নিয়ে স্প্যানিশ লা লীগার সেরা গোলদাতা মেসি । কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে , চলতি লীগে করা তার ১৬টি গোলই এসেছে নিজেদের মাঠে । আগের দুই ম্যাচে ন্যাপলি আর রিয়েল মাদ্রিদের মাঠেও গোল পান নি মেসি । খেলতে পারেন নি বলার মত ফুটবল ।
শুধু তাই না , ইদানিং খুব অল্পতেই মেজাজ হারাচ্ছেন মেসি । সোসিদাদের বিপক্ষে তিনি প্রতিপক্ষের এক খেলোয়াড়কে এমন ফাউল করেন , যা ছিল দৃষ্টিকটু । এই ফাউলের জন্যে সরাসরি লাল কার্ড দেখতে পারতেন মেসি । কিন্তু এখানেও মেসিকে ‘ছাড়’ দিয়েছেন রেফারি । শুধু হলুদ কার্ড দেখিয়েই মেসিকে সতর্ক করা হয়েছে ।
এই নিয়ে টানা তিন ম্যাচে হলুদ কার্ড দেখলেন মেসি । প্রথম উইয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ন্যাপলির বিপক্ষে আর তারপর হলুদ কার্ড দেখেছেন রিয়েলের বিপক্ষেও । নিজের ক্যারিয়ারে এই প্রথম টানা তিন ম্যাচে হলুদ কার্ড দেখলো মেসি ।
চলতি মৌসুমেই মাত্র কয়েক সপ্তাহ আগে তিনটি ম্যাচে হলুদ দেখেছিলেন মেসি । সেবার দুই সপ্তাহের ব্যবধানে লা লীগায় সেল্টা ভিগো , কোপা ডেল রে’তে এথলেটিক বিলবাও আর চ্যাম্পিয়ন্স লীগে বুরুশিয়া ডর্টমুণ্ডের বিপক্ষে হলুদ কার্ড দেখেন মেসি । সেটা অবশ্য পরপর তিন ম্যাচে ছিল না ।
কিন্তু দিন দিন যেভাবে মেসির ফাউল করে হলুদ কার্ড দেখার প্রবণতা বাড়ছে , তাতে অনেকেই চিন্তিত । সমালোচকরা মনে করছেন , সাম্প্রতিক বাজে সময়টা ঠিক হজম করতে পারছেন না বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।