জুমবাংলা ডেস্ক : চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১১ আগস্ট থেকে শিথিল হচ্ছে। সেদিন থেকেই সড়কে অর্ধেক গাড়িতে শতভাগ আসনে আগের ভাড়ায় যাত্রী নিয়ে চলবে গণপরিবহন। তবে এর মধ্যে লঞ্চের ভাড়া ও আসনের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
রোববার সন্ধ্যায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কথা জানান।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল করার নির্দেশনা রয়েছে। স্বাস্থ্যবিধি মানতে গিয়ে যে ভাড়া বাড়ানো হয়েছিল সেটিই বহাল থাকবে। এখন পর্যন্ত আগের ভাড়ায় লঞ্চ চালানোর সিদ্ধান্তে আছি। ভাড়া পুনঃনির্ধারণ করতে হলে নতুন করে একটি বৈঠক করতে হবে। সেজন্য বর্ধিত ভাড়া এখনো চলমান রয়েছে।
এর আগে রোববার বিকেলে চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১১ আগস্ট থেকে শিথিল করা সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


