জুমবাংলা ডেস্ক : ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষ হয়েছে গতকাল শনিবার। আজ রবিবার থেকে খুলেছে সব অফিস-আদালত। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে গত দু-তিন ধরেই কর্মস্থল রাজধানী ঢাকায় ফিরেন কর্মজীবীরা। গতকাল রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মস্থলে ফেরা মানুষের ব্যাপক চাপ ছিল। আজও অনেকে বাড়ি থেকে এসে অফিস করছেন।
এদিকে কর্মচঞ্চল মানুষের পদচারণায় চেনা রূপে ফিরেছে রাজধানী। রবিবার সকাল থেকেই বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। টানা ৯ দিনের ছুটি শেষে আজ প্রথম কর্মদিবস হওয়ায় অফিসগামী মানুষের চাপ ছিল সব সড়কেই।
রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটরসহ বেশ কয়েকটি সড়ক ঘুরে যানজটের এ চিত্র দেখা গেছে। সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে দেখা গেছে, সড়কে অফিসগামী লোকজনের উপস্থিতি চোখে পড়ার মতো। কিছুক্ষণ পর গণপরিবহনের ওঠার জন্য চাপ বাড়তে থাকে। যাত্রীতে ঠাসা ছিল বাসগুলো।
যাত্রীর তুলনায় সেসময় গণপরিবহন তুলনামূলক কম ছিল। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের চাপ। এ ছাড়া সিগন্যালগুলোতে ট্রাফিকের দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যস্ততার সঙ্গে দায়িত্ব পালনের চিত্রও দেখা গেছে।
এদিকে দীর্ঘ ছুটির পর অফিস-আদালত শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পরিবহন শ্রমিকরা। তারা বলছেন, ঈদের ছুটিতে সড়কে তেমন যাত্রী ছিল না।
বাস নিয়ে খালি রাস্তায় ঘুরতে হয়েছে। এখন অফিস-আদালত খুলেছে যাত্রীর চাপ বাড়বে। আয়-রোজগার ভালো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।