স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে লর্ডসে অভিষেকেই সেঞ্চুরি পেয়েছেন ২৯ বছর বয়সী ব্যাটসম্যান ডেভন কনওয়ে। সবমিলিয়ে লর্ডসে অভিষেকে সেঞ্চুরি পাওয়া বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান তিনি।
কনওয়ের আগে অভিষেকে লর্ডসে সেঞ্চুরি পেয়েছেন অস্ট্রেলিয়ার হ্যারি গ্রাহাম (১৮৯৩), ইংল্যান্ডের জন হ্যাম্পশায়ার (১৯৬৯), ভারতের সৌরভ গাঙ্গুলী (১৯৯৬), ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস (২০০৪) এবং ম্যাট প্রায়র (২০০৭)।
লর্ডসে টেস্ট অভিষেক এমনিতেই স্মরণীয়। উপলক্ষটা আরও বর্ণিল করলেন ইংলিশ পেসার ওলি রবিনসন এবং নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়ে।
প্রথম টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি করলেন কনওয়ে। তার হার না মানা ১৩৬ রানের সুবাদে ৩ উইকেটে ২৪৬ রানে প্রথম দিন শেষ করেছে কিউইরা।
কনওয়ের স্মরণীয় দিনে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি অধিনায়ক কেন উইলিয়ামসন। ১৩ রান করে জেমস অ্যান্ডারসনের শিকারে পরিণত হয়েছেন তিনি। হেনরি নিকোলস ৪৬ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের পক্ষে অভিষিক্ত রবিনসন নিয়েছিলেন ২ উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।