নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর সারাব এলাকার বেক্সিমকো ইন্ডস্ট্রিয়াল পার্কের বন্ধ ঘোষণা করা ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় তারা সড়কে থাকা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে লাঠিচার্জ করে শ্রমিকদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর দুপুর আড়াইটার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান।
নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনরত এক শ্রমিক বলেন, গত ১৭ ডিসেম্বর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করে ৪৫ দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। গত বৃহস্পতিবার শ্রমিকরা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। গতকাল শুক্রবার বিরতি দিয়ে আজ সকাল সাড়ে ৮টা থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একাধিকবার শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় শ্রমিকদের সঙ্গে তাদের একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা সরে গেলে ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়।
স্থানীয় একটি পোশাক তৈরি কারখানার শ্রমিক আলহাজ হোসেন বলেন, “আজ সকালে বেক্সিমকোর শ্রমিকরা আমাদের কারখানার সামনে আসে। নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ আমাদের কারখানা ছুটি দিয়েছে। শুধু আমাদের কারখানা নয় আশপাশের সব কারখানা একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।”
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, “বেক্সিমকোর শ্রমিকরা কারখানা খোলার দাবিতে সড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তাদের বুঝানোর চেষ্টা করা হয়। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধাওয়া দেয়। একপর্যায়ে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। দুপুর আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।