আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার মাউন্ট ইবু আগ্নেয়গিরির নিকটবর্তী এলাকা থেকে প্রায় তিন হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে ইবু থেকে ধূসর ধোঁয়া ও ছাইয়ের ঘন মেঘের উদ্গিরণ হয়ে প্রায় চার কিলোমিটার উপরে পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফলে সতর্কতাস্বরূপ এই পদক্ষেপ নেওয়ায় কথা বৃহস্পতিবার জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দেশটির আগ্নেয়গিরি বিষয়ক সংস্থা জানিয়েছে, বুধবার সকালে প্রায় মিনিট দুইয়ের জন্য লাভা উদ্গিরণ করেছে মাউন্ট ইবু। তাৎক্ষণিকভাবে ওই এলাকায় উচ্চ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি রয়টার্সকে বলেছেন, বুধবার রাত থেকে আগ্নেয়গিরির আশপাশের প্রায় তিন হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া শুরু হয়। তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে আগ্নেয়গিরির সবচেয়ে কাছে অবস্থানের ভিত্তিতে।
তিনি আরও জানান, আগ্নেয়গিরির আশপাশে মোট ১৩ হাজার মানুষ বসবাস করেন। সব বিবেচনায় পরিস্থিতি এখনও বেশ স্থিতিশীল মনে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
ইবুর এই সক্রিয়তা ইন্দোনেশিয়ার বিভিন্ন আগ্নেয়গিরির সাম্প্রতিক অগ্ন্যুৎপাতের ধারাবাহিকতায় এসেছে। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত দেশটিতে ১২৭টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।
গত বছর ইবু একাধিকবার অগ্ন্যুৎপাত করেছিল। মে মাসে এর সক্রিয়তার কারণে আশপাশের সাতটি গ্রামের মানুষদের সরিয়ে নেওয়া হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।