শেষবার লিওনেল মেসি উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন ২০১৫ সালে। এরপর কেটে গেছে সাত বছর। অনেক চেষ্টা করেও মেসি আর চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। এখন লিওনেল মেসির সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে যে, যেকোনো মূল্যে প্যারিস সেন্ট জার্মান ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা।
মেসির ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে আরও একবার ফাইনালের মঞ্চে লিওনেল মেসিকে দেখার জন্য। সত্যিকার অর্থে মেসির সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ এটাই। ২০১৫ সালের পর আরো একবার তিনি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপায় চুমু খেতে চাইবেন।
এর আগে বার্সেলোনায় তার শেষটা মোটেও সুখকর হয়নি। পিএসজি ক্লাবের হয়ে তিনি খেলতে চলেছেন প্রায় দুই বছর শেষ হয়ে যাবে। এরপর ক্লাবের সঙ্গে তার চুক্তির সমাপ্তি ঘটবে। মেসি কি পিএসজি ক্লাবে থেকে যাবেন নাকি আবার বার্সেলোনায় ফিরবেন সেটা সবার কাছেই অজানা।
অবশ্য বিশ্বকাপ শুরুর আগেই পিএসজি ক্লাব নতুন চুক্তি তৈরি করে ফেলেছে। তারা আরো এক বছরের জন্য এ চুক্তি নবায়ন করতে প্রস্তুত। অন্যদিকে বার্সেলোনা মেসিকে পুনরায় পেতে চাইছে। পরবর্তী ট্রান্সফার মার্কেট ওপেন হলে বার্সেলোনা মেসিকে পাওয়ার জন্য সবকিছুই করবে।
অন্যদিকে পিএসজি ক্লাব মেসিকে রেখে দিতে চাইবে। এখন মেসিকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আপাতত আর্জেন্টিনার জার্সি গায়ে মেসিরর জন্য কোন বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে না। কেননা আন্তর্জাতিক টুর্নামেন্টে সম্ভাব্য যত শিরোপা অর্জন করা সম্ভব তার সবকয়টি তিনি জিতে নিয়েছেন।
২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে ফিনালিসিমা শিরোপা এবং সর্বশেষ কাতার বিশ্বকাপের শিরোপা। তবে ২০২৩ সালের মার্চ মাস থেকে পুনরায় পরবর্তী বিশ্বকাপের ম্যাচ শুরু হবে। ভক্তরা আশা করছেন যে, নিকোলাস ওটামেন্ডি, লিওনেল মেসি এবং ডি মারিয়া; এ তিন জন শীঘ্রই অবসর না নিয়ে আরো কিছুদিন দলের সঙ্গে থেকে যাবেন। দলের তরুণ খেলোয়াড়দের গাইডলাইন দিতে চাইবেন লিওনেল মেসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।