স্পোর্টস ডেস্ক : শেষ যে বার লিভারপুল-টটেনহ্যাম ফুটবল মাঠে সাক্ষাত করেছিলো, সেটি ছিলো ২০১৮-১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ। যেখানে লিভারপুল ২-০ গোলে জয়ী হয়ে শিরোপাটি তুলেছিলো নিজেদের ঘরে। নতুন মৌসুম তাই সময়েরও হয়েছে অনেক পরিবর্তন।
বিগত বছর টটেনহ্যাম ফর্মের তুঙ্গে থাকলেও এবার হেরে ফেলেছেন নিজেদের ছন্দ। ছন্দহীন টটেনহ্যাম এই মৌসুমে প্রিমিয়ার লিগ টেবিল তালিকায় আছে ১০ নম্বরে। অন্যদিকে, ইউরোপের সেরা দল লিভারপুল নিজেদের চেনা জাত ধরে রেখেছে এখনও। এক্ষেত্রে ‘অল রেড’ লিভারপুল ক্লাবটি ধরে রেখেছে প্রিমিয়ার লিগের শীর্ষ স্থান।
আজ রবিবার (২৭ অক্টোবর) রাত ১০:৩০টায় অ্যানফিল্ড স্টেডিয়ামে লিভারপুলের মুখোমুখি হবে টটেনহ্যাম। চলতি আসরে প্রিমিয়ার লিগ মৌসুমে এটিই দু দলের প্রথম সাক্ষাত।
বল মাঠে গড়ার আগেই অভিজ্ঞরা মনে করছে এই ম্যাচে লিভারপুলই থাকবে হট ফেভারিট। আবার অনেকেই বলছেন লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক একাই রুখে দিবে পুরো টটেনহ্যামকে। তবে এমন কিছুই মনে করছে না টটেনহ্যাম স্ট্রাইকার ও অধিনায়ক হ্যারি কেইন।
ম্যাচের আগে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে কেইন বলেন, জারগেন ক্লোপের দল অজেয় নয়। অন্যদিকে লিভারপুলের অধিনায়ক ফন ডাইককে উদ্দেশ্য করে হ্যারি কেইন বলেন, সে একজন সেরা ডিফেন্ডার কিন্তু অজেয় নয়।
তিনি আরও বলেন, লিভারপুলের সাথে ম্যাচ জিততে শুধু দরকার আমাদের নিজেদের ধ্যান ও চেষ্টা। ফন ডাইক একজন আশ্চর্যজনক ডিফেন্ডার এবং লিভারপুলে কয়েক বছর ধরে তাঁর দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে। তবে সে অপরাজেয় নয়। তিনি আজকের ম্যাচ নিয়ে আরও বলেন, দিন শেষে এটি একটি দলের খেলা। সুতরাং আমাদের সবাইকে একে অপরের সাথে থাকতে হবে এবং এটিই মূল লক্ষ্য।
সুত্র: স্কাই স্পোর্টস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।