জুমবাংলা ডেস্ক : বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপনের বেশ কাছের বন্ধু বিসিবি’র পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লোকমান হোসেন ভুঁইয়া। সম্প্রতি ক্লাবে ক্যাসিনোর জন্যে কক্ষ ভাড়া দেয়ার অভিযোগে লোকমানকে গ্রেপ্তার করেছে র্যাব। এতে বিস্মিত হয়েছেন ও দুঃখ পেয়েছেন পাপন।
ঘটনা প্রমাণিত হওয়ার আগে সত্য বোঝা যাবে না মন্তব্য করে পাপন বলেন, ‘আমি যে লোকমানকে চিনি সে জীবনেও মদ খায় নি। সে জীবনে কোনো দিন জুয়া খেলে নি। এটা যেমন সত্যি আবার এটাও সত্যি যে সে ক্যাসিনো ভাড়া দিয়েছে। এখানে অস্বীকার করার তো কোনো পথ নেই। সে যদি করে থাকে তাহলে তার বিচার হবে। আমরা তাকে যেভাবে চিনি এবং জানি সেটাই বললাম।’
ছোটবেলা থেকেই বিভিন্ন ক্লাবে ব্যাডমিন্টন, ক্রিকেট ইত্যাদি খেলতেন পাপন। ক্লাবে তাস খেলার বিষয়টি দেখে আসছেন জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘ক্লাবে তাস খেলা হয় এটি আমি ছোটবেলা থেকেই দেখছি। আমি অনেক ক্লাবে খেলেছি। কোনো ক্লাবে ক্রিকেট খেলেছি, কোথাও ফুটবল খেলেছি, কোনো ক্লাবে ব্যাডমিন্টন খেলেছি, টেবিল টেনিস খেলেছি, ক্যারাম খেলেছি। আমি দেখেছি বিকেল বেলা খেলা হতো, সন্ধ্যার পর একটি ঘর থাকতো, সেখানে সিনিয়ররা খেলতো। আমরা যারা ছিলাম সেখানে আমাদের কোনো অনুমতি ছিলো না যাওয়ার।’
উল্লেখ্য, বুধবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে লোকমান হোসেন ভুঁইয়াকে রাজধানীর তেজগাঁও মনিপুরীপাড়ার নিজ বাসা থেকে গ্রেফতার করে র্যাব। জানা যায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের কয়েকটি রুম ভাড়া দিয়ে ক্যাসিনো হিসেবে চালাতেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।