Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home শত বছর পেরিয়ে কানাইলাল কুঞ্জমেলা
    পজিটিভ বাংলাদেশ

    শত বছর পেরিয়ে কানাইলাল কুঞ্জমেলা

    শত বছর পেরিয়ে কানাইলাল কুঞ্জমেলা
    rskaligonjnewsJanuary 6, 20233 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক: একশো পেরিয়েছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামের শ্রী কানাইলাল কুঞ্জমেলা। এবছর মেলাটি ১০১ বছরে পদার্পন করলো। দুই দিনের এই মেলা বসে ইংরেজি নতুন বছর অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহে। তবে ইংরেজি মাস নয়, এই মেলার আয়োজন হয় মূলত পৌষ মাসকে কেন্দ্র করে। বাংলা এই মাসের শেষের দিকে মেলার আয়োজন করা হয়।

    কুঞ্জমেলা-১

    খোঁজ নিয়ে জানা গেছে, চুয়ারিয়াখোলা গ্রামের শ্রী শ্রী কানাইলাল মন্দির কমিটির উদ্যোগে হয় কুঞ্জমেলার আয়োজন। দুই দিনব্যাপী এ মেলার প্রথম দিন থাকে বিভিন্ন খাদ্য সামগ্রী। দ্বিতীয় দিন দেশি মাছ বিক্রি হয় মেলা প্রাঙ্গণে। রাধাকৃষ্ণের লীলা কীর্ত্তন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা এই মেলার প্রধান আয়োজক। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা মেলা শুরুর আগের টানা ১৫দিন নিরামিষ আহার করেন। মেলার শেষ দিন পূজা শেষে তারা আমিষ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। মেলায় জামাতা ও আত্মীয়-স্বজনকে আমন্ত্রণ করে আপ্যায়ন করাও এ সময় স্থানীয় রেওয়াজ।

    মেলা উপলক্ষে বাড়িতে বাড়িতে বানানো হয় খই, মুড়কি, নারিকেল ও চালের নাড়ু। মেলা থেকে দই কিনে নিয়ে মুড়কি দিয়ে খাওয়ার রেওয়াজটিও ধরে রেখেছেন স্থানীয়রা।

    সরেজমিনে শুক্রবার (৬ জানুয়ারি) সকালে মেলা প্রাঙ্গনে গিয়ে দেখা যায়, পণ্যের পসরা নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন শতাধিক ব্যবসায়ী। মিষ্টি, খেলনা, চুড়ি, ফিতা, আলতা থেকে ঘর গৃহস্থালির বিচিত্র জিনিস বিক্রি করছেন তারা। মেলায় নিমকি-মুড়কি, ফুচকা-চটপটি, ঝালমুড়ি-চানাচুর, মিষ্টি ও জিলাপি বিক্রি করা হচ্ছে ৫০টিরও বেশি দোকানে।

    ঢাকার ডেমরা থেকে আসা সাহেরা বেগম কুঞ্জ (৫০) মেলায় চুড়ি নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘এবার আমি প্রথম কুঞ্জ মেলায় এসেছি। বিভিন্ন জনের কাছে এই কুঞ্জ মেলার কথা শুনে এখানে আসা। অনেক লোকজন এবং বেচাবেনাও ভালো। মেলায় সবচেয়ে বেশি মহিলা ও শিশুরা বিভিন্ন পণ্য কিনছে।’

    কুঞ্জমেলা-২

    মেলায় আসা এক শুটারম্যান জানান, এবার নিয়ে ৪ বছর ধরে তিনি মেলায় আসেন। প্রচুর মানুষ দেখে তার খুব ভাললাগে। এখানে মূলত শিশু-কিশোর ও তরুণ বয়সের লোকজন বেশি আসে। ৫ স্যুট ১০ টাকা।

    মেলায় নরসিংদী থেকে খেলনার দোকান নিয়ে এসেছেন আফজাল উদ্দিন (৫০)। তিনি বলেন, ‘আমি কয়েক বছর ধরেই এখানে আসি। পুরোনো ঐতিহ্য ধরে রেখেছে এখানকার কুঞ্জ মেলাটি। বেচাকেনা যাই হোক একসঙ্গে এতো দর্শনার্থী দেখে ভালোই লাগে।’

    একই কথা বলেন দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের চটপটি বিক্রেতা সুজন মিয়া, নরসিংদীর মনোহরদি থেকে নাগরদোলা নিয়ে আসা হানিফা ও কৃষ্ণ দাস। তারা জানান, প্রতি জন ২০ টাকা করে টিকিট নিয়ে তারপর নাগর দোলায় চড়তে হয়। আর সবাইকে ১২টি রাউন্ড দেওয়া হয়। তবে শুধু তারা না। তাদের এই টিমের সাথে ৬ জন করে শ্রমিক আনতে হয়। তবে মেলার ক্রেতা নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

    মেলায় বাঁশ-বেতের তৈরি নানা রকম জিনিস নিয়ে আকবর আলী (৪৯) এসেছেন জামালপুর থেকে। তার সাথে আসেন একই এলাকার ধীরেন্দ্র (৪৮)। তারা প্রতি বছর এই মেলায় আসেন। আগে বাপ-চাচারা আসতেন। তাদের বয়স হওয়ায় তারা এখন আর আসেন না। তাই বংশ পরম্পরায় তারা আসেন।

    কুঞ্জমেলা

    শ্রী শ্রী কানাইলাল মন্দির ও মেলার আয়োজক কমিটির সভাপতি মুকুল চন্দ্র দে বলেন, ১০১ বছরে পড়লো কুঞ্জ মেলা। মূলত পৌষ মাসের শেষের দিকে এই কুঞ্জ মেলা বসে। কানাইলাল মন্দির রাধা-কৃষ্ণের লিলা ১৫ দিনব্যাপী অনুষ্ঠিত হয়। প্রতিদিন ও রাতে পালা হিসেবে উপস্থাপন করা হয়।

    তিনি আরো বলেন, মেলা উপলক্ষে কোনো ঘোষণা দেওয়া হয় না। ১০১ বছর ধরে একই সময়ে মেলাটি বসে। দূরদূরান্তের থেকে মানুষ এখনে আসছে মেলায় যোগ দিতে। আমরা সব সুবিধা নিশ্চিত করতে প্রায় এক মাস আগে থেকে সব প্রস্তুতি নিয়ে থাকে। এবারও সে রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। মেলার নিরাপত্তার জন্য মেলা আয়োজকরা স্বেচ্ছাসেবক মোতায়েন রেখেছেন।

    তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুবকর বাক্কু মিয়া বলেন, ‘গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলার ইতিহাস ধরে রাখতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে শ্রী শ্রী কানাইলাল মন্দির কমিটির সদস্যরা। প্রতি বছর তারা স্বেচ্ছাশ্রম দিয়ে অব্যাহত রেখেছেন এই মেলার আয়োজন।

    বিষবৃক্ষ তামাক বাদ দিয়ে ভুট্টার চাষ করছে কৃষক

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    কানাইলাল কুঞ্জমেলা পজিটিভ পেরিয়ে বছর বাংলাদেশ শত
    Related Posts
    আন্তর্জাতিক গণিত

    আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশের তাহসিনের চমক

    July 29, 2025

    ‘সত্যের সঙ্গে’ নতুন অভিযাত্রা শুরু করলো দৈনিক খবর সংযোগ

    July 28, 2025

    মঙ্গা থেকে উত্তরণ : রংপুর বিভাগের পাঁচ জেলার এগিয়ে যাওয়ার গল্প

    July 12, 2025
    সর্বশেষ খবর
    মুজিবুর রহমান

    শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন, স্বাধীনতায় তার ভূমিকা ও ত্যাগ স্বীকার করি

    সজনে পাতা

    সজনে পাতার উপকারিতা ও খাওয়ার নিয়ম জেনে নিন

    ট্রাম্প

    ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে আলাস্কার উদ্দেশ‌্যে রওনা হয়েছেন ট্রাম্প

    পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এএসআই শাকিল, এলাকায় তোলপাড়

    এক্স এআই

    আনুষ্ঠানিকভাবে এক্স এআই ছাড়লেন সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন

    ইন্টারমিটেন্ট ফাস্টিং

    অতিরিক্ত ওজন কমানোর ক্ষেত্রে ইন্টারমিটেন্ট ফাস্টিং কেন জনপ্রিয়

    খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ড. মুহাম্মদ ইউনূস

    হিজবুল্লাহ

    হিজবুল্লাহ কখনোই অস্ত্র ছাড়বে না, আমাদেরকে একা এগিয়ে যেতে দিন

    Realme P3 Pro 5G

    Realme P3 Pro 5G: অন্ধকারেও গ্লো করবে সেরা ফিচারের এই ফোন!

    ধুমকেতু

    মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত দেব-শুভশ্রীর ‘ধুমকেতু’

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.