বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণামূলক (এআই) এবং টুলস নির্মাতা প্রতিষ্ঠান ‘ওপেন এআই’ এবার নতুন সুবিধা নিয়ে এসেছে। নতুন এই সুবিধা শব্দ শুনেই ভিডিও তৈরি করতে সক্ষম।
গত বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে মাইক্রোসফটের প্রতিষ্ঠান ওপেন-এআই। এক মিনিট দৈর্ঘ্যের ভিডিও তৈরির সফটওয়্যারটির নামকরণ করা হয়েছে ‘সোরা’।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সোরা একাধিক চরিত্রের সঙ্গে জটিল দৃশ্য তৈরি করতে সক্ষম। সুনির্দিষ্ট গতিতে (মোশন) এবং নিখুঁত ও বিস্তারিতভাবে চরিত্র ও পটভূমিকে তুলে ধরতে পারে সফটওয়্যারটি।
এটি নির্দেশনা মোতাবেক (প্রম্পোট) ভিডিও তৈরি করে দিতে পারবে। অর্থাৎ টেক্সট টু ভিডিও সুবিধার নতুন সংযোজন। এর মাধ্যমে আপনার দেয়া শব্দ বা লেখা দিয়েই ভিডিও বানিয়ে দেবে সোরা।
ওপেন এআই-র এর ‘চ্যাটজিপিটি’ যেমন ব্যবহারকারীদের নির্দেশনা মোতাবেক (প্রম্পোট) লিখতে পারে বা যে কোন বিষয়ে গবেষণায় সহায়তা করতে পারে। তেমনি সোরা প্রম্পোট অনুযায়ী দারুণ ভিডিও তৈরি করে দিতে পারে। আপাতত ভিডিও-র সময়সীমা রাখা হয়েছে এক মিনিট।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সোরা স্থির চিত্রও প্রাণবন্ত করে তুলতে পারে। এর মাধ্যমে একটি ভিডিও থেকে একাধিক শট তৈরি করা সম্ভব।
সোরা নামটি জাপানিজ শব্দ থেকে নেওয়া হয়েছে। তবে সফটওয়্যারটি এখনও প্রক্রিয়াধীন থাকায় এটি সবার জন্য উন্মুক্ত করা হয়নি। তবে প্রতিক্রিয়া পেতে মডেলটির সঙ্গে চলচ্চিত্র নির্মাতা, ভিজ্যুয়াল শিল্পী ও ডিজাইনারদে সম্পৃক্ত করা হয়েছে।
এখনও সকল ব্যবহারকারীদের জন্য এখনো উন্মুক্ত হয়নি সোরা। তবে সোরা কি ধরনের ভিডিও তৈরি করতে পারে বা ভিডিও কেমন হয় এর কিছু নমুনা ভিডিও ওপেনএআই সাইটে দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।