
জুমবাংলা ডেস্ক: শরীয়তপুর জেলায় ৯৫৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ৭২৫ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। এ পর্যন্ত জেলায় মোট ৬ জন মারা গেছেন।
শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদ আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বাসস’কে জানিয়েছেন, গতকাল পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলা মোট আক্রান্তের সংখ্যা ৯৫৪ জন। জেলা স্বাস্থ্য বিভাগের তৎপরতা ও চিকিৎসার মাধ্যমে ইতিমধ্যে ৭২৫ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। মৃত্যুবরণ করা ৬ জন বাদে বাকি ২২৩ জন কোন রকাম জটিল উপসর্গ ছাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে রোগীদের নিজ বাড়িতে রেখেই চিকৎসা প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত জেলা থেকে ৬ হাজার ২৫০ টি সন্দেহভাজন নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হয়েছে। গতকাল পর্যন্ত আমরা ৬ হাজার ১৩৮ টি ফলাফল পেয়েছি। মে-জুন মাসের তুলনায় এখন তুলনামুলক আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। তবে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি কঠোর অবস্থানে রয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।