আবু সাঈদ,বেরোবি প্রতিনিধি : বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের ছোট বোন সুমি খাতুনকে সেমিনার অ্যাটেনডেন্ট পদে চাকরি দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বুধবার( ৯ অক্টোবর) অপরাহ্নে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী সুমি খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামসহ শহীদ আবু সাঈদের দুই ভাই উপস্থিত ছিলেন।
এই বিষয়ে আবু সাঈদের বড় ভাই বলেন, আমার ছোট বোনকে চাকরি দিয়ে আমাদের পরিবারের পাশে থাকার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।