জুমবাংলা ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ককটেল ও ছুরিসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে (রাত সাড়ে ১২টার দিকে) শহীদ মিনার এলাকার গরুহাটি থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীমুখ গ্রামের সাহাবুল ইসলাম ও একই উপজেলার বার টিকরি গ্রামের মিলন মিয়া।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, কঠোর নিরাপত্তার মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও পৌর মেয়র আতাউর রহমান সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নানা পেশার মানুষ। এ সময় শহীদ মিনারের পাশে একটি রিকশাভ্যানে বসে ছিলেন সাহাবুল ও মিলন। তারা পকেট থেকে ককটেল বের করে মুখ খোলার সময় পুলিশের নজরে পড়ে। পরে তাদের আটক করে শরীর তল্লাশি করে তিনটি ককটেল ও একটি লম্বা ছুরি পাওয়া যায়।
তিনি আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই দুই ব্যক্তি শহীদ মিনারে উপস্থিত মানুষদের ওপর হামলার পরিকল্পনা করেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।