শাকিবকে নিষিদ্ধ করার হুমকি দিয়ে এবার কাছে ক্ষমা চাইলেন ঝন্টু

নির্মাতা ঝন্টু

বিনোদন ডেস্ক : সম্প্রতি পরিচালক এস এ হক অলিককে যুক্তরাষ্ট্রে ডেকে নিয়ে নিজের ‘গলুই’ সিনেমার ডাবিংয়ের কাজ সম্পন্ন করেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। এ ঘটনায় তাকে তুলোধুনা করেন প্রবীণ নির্মাতা ও চিত্রনাট্যকার দেলোয়ার জাহান ঝন্টু। তিনি বলেন, ‘কত বড় সাহস পরিচালককে যুক্তরাষ্ট্রে নিয়ে ডাবিং করাতে বাধ্য করে। চড় মেরে ওর দাঁত ফেলে দেওয়া দরকার।’ এছাড়া সব সংগঠন মিলে শাকিবকে নিষিদ্ধ করার হুমকিও দেন ঝন্টু।

নির্মাতা ঝন্টু

পরবর্তীতে ৭৬ বছর বয়সী পরিচালকের এমন মন্তব্যের নিন্দা জানান ‘গলুই’-এর পরিচালক এস এ হক অলিক এবং প্রযোজক খোরশেদ আলম খসরু। তারা দুজনেই বলেন, হিরো শাকিব খানের সঙ্গে আলোচনা করেই যুক্তরাষ্ট্রে ডাবিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আমাদের কোনো আপত্তি ছিল না। নির্মাতা ঝন্টুর বক্তব্য ব্যক্তিগত। আমরা তার কাছে কোনো অভিযোগ জানায়নি। তিনি শাকিবকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন বুঝতে পারছি না।

বিষয়টি নিয়ে পরে বিরুপ প্রতিক্রিয়া দেখান নায়ক শাকিব খানও। তিনি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন বলে জানান। তবে সে পথে বোধহয় আর হাটবেন না কিং খান। কারণ, একটু দেরিতে হলেও নিজের ভুল বুঝতে পেরেছেন প্রবীণ নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। ভুল স্বীকার করে তিনি শাকিব খানের উদ্দেশ্যে ‘সরি’ও বলেছেন।

ঝন্টু দাবি করেছেন, কিছু মানুষ তাকে ভুল বুঝিয়েছিল। না বুঝেই তিনি শাকিবের উপর ক্ষিপ্ত হয়ে তাকে চড় মারার কথা বলেছিলেন। এমনকী, নিষিদ্ধ করার হুমকিও দিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে নির্মাতা বলেন, ‘আমার ঠিক মনে নেই এভাবে বলেছিলাম কিনা। যদি বলে থাকি তবে ইন্ডাস্ট্রির স্বার্থে বলেছিলাম। পরে নিজের ভুল বুঝতে পেরেছি। আমার কথায় যদি শাকিব মাইন্ড করে, দুঃখ পায়, তাহলে আমি সরি। আমি আর কোনোদিন এভাবে বলবো না।’

একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারিনি : তমা মির্জা

ঝন্টু আরও বলেন, ‘গলুই সিনেমার কেউ আমাকে কিছু বলতে বলেনি। আমি অধিকার নিয়ে বলেছিলাম। শাকিব সেই অধিকার না দিয়ে মাইন্ড করেছে। তাই আমি মনে করি, আমার বলাটা উচিত হয়নি। আমি নিজেকে দোষী মনে করছি।’

ডিসেম্বরের প্রথম সপ্তাহে দুটি অ্যাওয়ার্ড শো-তে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। সেখানে তাকে পুরস্কৃত করা হয়। এরপর দেশে না ফিরে যুক্তরাষ্ট্রেই থেকে গেছেন কিং খান। কারণ তিনি দেশটির নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। সেই আবেদনের শর্ত পূরণে আগামী ছয় মাস শাকিবকে যুক্তরাষ্ট্রেই থাকতে হবে। ছেলে জয়ের নাগরিকত্বের জন্যও তিনি আবেদন করেছেন বলে গুঞ্জন।

এদিকে, যে ছবির ডাবিং নিয়ে এত কিছু, সেটি গত ২৮ ডিসেম্বর চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। ছবিটি দেখে সেন্সর বোর্ড কর্তারা প্রশংসাও করেন। সরকারি অনুদানে নির্মিত এ ছবিতে শাকিব খানের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন এ প্রজেন্মের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। আরও আছেন আজিজুল হাকিম, আলী রাজ ও সূচরিতার মতো তারকারা।